Link to home pageLanguagesLink to all Bible versions on this site
5
পাপের জন্য শাস্তি ও ক্ষমার জন্য প্রার্থনা।
1 হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর,
তাকাও, আমাদের অপমান দেখ।
2 আমাদের সম্পত্তি অপরিচিত লোকদের হাতে,
আমাদের সব বাড়িগুলি বিদেশীদের হাতে গিয়েছে।
3 আমরা অনাথ কারণ আমাদের কোনো বাবা নেই এবং
আমাদের মায়েরা বিধবাদের মতো হয়েছেন।
4 আমাদের জল আমরা রূপা খরচ করে পান করেছি,
নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়।
5 লোকে আমাদেরকে তাড়না করে, আমরা ক্লান্ত এবং
আমাদের জন্য বিশ্রাম নেই।
6 আমরা মিশরীয়দের
ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি,
খাবারে সন্তুষ্ট হবার জন্য।
7 আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন,
এখন তারা নেই এবং
আমরাই তাঁদের পাপ বহন করেছি।
8 আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং
তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।
9 জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি,
মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও।
10 আমাদের চামড়া উনুনের মতো গরম,
দূর্ভিক্ষের জ্বরে জ্বলছে।
11 সিয়োনে স্ত্রীলোকেরা ধর্ষিত হল,
যিহূদার শহরগুলিতে কুমারীরা ধর্ষিত হল।
12 তারা নেতাদেরকে নিজেদের হাতের মাধ্যমে ফাঁসি দিয়েছে এবং
তারা প্রাচীনদের সম্মান করে নি।
13 যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল,
শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে।
14 প্রাচীনেরা শহরের দরজা থেকে সরে গিয়েছেন এবং
যুবকেরা তাদের বাজনাকে থামিয়েছে।
15 আমাদের হৃদয়ের আনন্দ চলে গিয়েছে,
আমাদের নাচ শোকে পরিবর্তিত হয়েছে।
16 আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে,
ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি।
17 এই জন্য আমাদের হৃদয় দুর্বল হয়েছে এবং
আমাদের চোখ অস্পষ্ট হয়েছে।
18 কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে,
শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়।
19 কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর এবং
তোমার সিংহাসন বংশের পর বংশ স্থায়ী।
20 কেন তুমি চিরকাল আমাদেরকে ভুলে যাবে?
কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?
21 হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদেরকে ফেরাও এবং
আমরা অনুতাপ করব; পুরানো দিনের মতো নতুন দিন আমাদেরকে দাও।
22 তুমি আমাদেরকে একেবারে ত্যাগ করেছে এবং
আমাদের প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলে।

<- বিলাপ 4