Link to home pageLanguagesLink to all Bible versions on this site
32
ইলীহূ।
1 তাই এই তিনজন লোক ইয়োবকে উত্তর দেওয়া বন্ধ করল,
কারণ তিনি তাঁর নিজের চোখে ধার্মিক ছিলেন।
2 তখন রাম বংশভূত বূষীয় বারখেলের ছেলে ইলীহূর রাগ জ্বলে উঠল;
ইয়োবের বিরুদ্ধে তার রাগ জ্বলে উঠে ছিল
কারণ তিনি নিজেকে ঈশ্বরের থেকেও ন্যায়ী দেখাচ্ছিলেন।
3 ইলীহূর রাগ তার তিন বন্ধুর বিরুদ্ধেও জ্বলে উঠেছিল
কারণ তারা ইয়োবকে দেওয়ার মত কোন উত্তর খুঁজে পায় নি
এবং তবুও তারা ইয়োবকে দোষী করেছে।
4 ইলীহূ ইয়োবের কাছে কথা বলার জন্য অপেক্ষা করছিল,
কারণ অন্য লোকেরা তার থেকে বয়সে বড় ছিল।
5 যাইহোক, যখন ইলীহূ দেখল যে এই তিনজন লোকের মুখে কোন উত্তর নেই,
তার রাগ জ্বলে উঠে ছিল।
6 তখন বূষীয় বারখেলের ছেলে ইলীহূ বক্তব্য রাখলেন
এবং বললেন, আমি যুবক
এবং আপনারা অনেক বৃদ্ধ। এই কারণেই আমি চুপ করে ছিলাম
এবং আমার নিজের মতামত আপনাদের জানাতে সাহস করিনি।
7 আমি বললাম, “বয়সই কথা বলুক;
অধিক বছরই প্রজ্ঞার শিক্ষা দিক।”
8 কিন্তু মানুষের মধ্যে আত্মা আছে;
সর্বশক্তিমানের নিঃশ্বাস তাকে বুদ্ধি দেয়।
9 যারা জ্ঞানী তারাই শুধু মহান নয়,
বৃদ্ধরাই শুধু ন্যায়বিচার বোঝেন তা নয়।
10 এই জন্য আমি আপনাদের বলি,
“আমার কথা শুনুন; আমিও আপনাদের আমার জ্ঞানের কথা বলব।
11 দেখুন, আমি আপনাদের কথার জন্য অপেক্ষা করেছি;
আমি আপনাদের তর্ক বিতর্ক শুনেছি,
যখন আপনারা ভাবছিলেন কি বলবেন।
12 সত্যি, আমি আপনাদের দিকে মনোযোগ দিয়েছিলাম,
কিন্তু, দেখুন, আপনাদের মধ্যে কেউ এমন নেই যে
ইয়োবকে সন্তুষ্ট করতে পারে অথবা যে তার কথার উত্তর দিতে পারে।”
13 সাবধান এটা বলবেন না,
আমরা জ্ঞান পেয়েছি! ঈশ্বর ইয়োবকে হারাবেন;
সাধারণ মানুষ তা করতে পারে না।
14 কারণ ইয়োব আমার বিরুদ্ধে কোন কথা বলেনি,
তাই আমিও আপনাদের কথায় তাকে উত্তর দেব না।
15 এই তিনজন হতবাক হয়েছিল;
তারা ইয়োবকে আর উত্তর দিতে পারে নি;
তাদের আর একটা কথাও বলার ছিল না।
16 আমিও কি অপেক্ষা করব কারণ তারা কথা বলছে না,
কারণ তারা সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে
এবং আর উত্তর করছে না?
17 না, আমিও আমার উত্তর দেব;
আমিও তাদের আমার জ্ঞানের কথা বলব।
18 কারণ আমি কথায় পূর্ণ;
আমার ভিতরের আত্মা আমায় বাধ্য করছে।
19 দেখ, আমার হৃদয় অনেকটা বোতলের দ্রাক্ষারসের মত যার কোন ফুটো নেই;
অনেকটা নতুন দ্রাক্ষারসের কলসির মত যা ফেটে যাওয়ার অবস্থা।
20 আমি কথা বলব যাতে আমি স্বস্তি পেতে পারি;
আমি আমার মুখ খুলে উত্তর দেব।
21 আমি কোন রকম পক্ষপাতিত্ব দেখাবো না;
না আমি কোন মানুষকে সম্মানসূচক উপাধি দেব।
22 কারণ আমি জানি না সেরকম উপাধি কীভাবে দিতে হয়;
যদি আমি তা করে থাকি,
তবে আমার সৃষ্টিকর্ত্তা আমায় খুব তাড়াতাড়ি সরিয়ে দেবেন।

<- ইয়োব 31ইয়োব 33 ->