Link to home pageLanguagesLink to all Bible versions on this site
20
সোফর।
1 তারপর নামাথীয় সোফর উত্তর দিলেন এবং বললেন,
2 “আমার চিন্তা আমায় দ্রুত উত্তর দিতে বাধ্য করে
কারণ আমি ভীষণভাবে উদ্বিগ্ন।
3 আমি তোমাদের থেকে ধমক শুনেছি যা আমায় লজ্জায় ফেলেছে,
কিন্তু একটি আত্মা যা আমার বোধশক্তির বাইরে আমায় উত্তর দেয়।
4 তোমরা কি এই সত্য প্রাচীনকাল থেকে জান না,
যখন ঈশ্বর পৃথিবীতে মানুষকে স্থাপিত করে ছিলেন,
5 পাপীদের আনন্দ ক্ষণস্থায়ী
এবং অধার্মিকদের আনন্দ কিছু দিনের র জন্য থাকে,
6 যদিও তার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছোয়
এবং তার মাথা মেঘ পর্যন্ত পৌঁছোয়,
7 তবুও সেরকম ব্যক্তি তার নিজের মলের মত চিরকালের জন্য ধ্বংস হবে;
যারা তাকে দেখেছে তারা বলবে,
‘কোথায় সে?’
8 সে স্বপ্নের মত উড়ে যাবে আর পাওয়া যাবে না;
সত্যি, তাকে রাতের দর্শনের মত তাড়িয়ে দেওয়া হবে।
9 সেই চোখ যা তাকে দেখেছে আর তাকে দেখবে না;
তার জায়গা তাকে আর দেখবে না।
10 তার সন্তানেরা দরিদ্রদের কাছে ক্ষমা চাইবে;
তা*বন্যা সমস্ত সম্পদ নিয়ে যাবে র হাত সন্তানগণ তার সম্পত্তি ফিরিয়ে দেবে।
11 তার হাড় যৌবনের শক্তিতে পূর্ণ,
কিন্তু এটা তার সঙ্গে ধূলোয় শুয়ে পরবে।
12 যদিও পাপাচার তার মুখে মিষ্টি,
সে তা তার জিভের নিচে লুকিয়ে রাখে,
13 যদিও সে এটা ধরে রাখে
এবং এটাকে যেতে দেয় না কিন্তু এটা তার মুখে রাখে।
14 সেই খাবার তার পেটের ভিতরে তিতো হয়;
এটা তার ভিতরে বিষধর সাপের বিষে পরিণত হয়।
15 সে ধনসম্পদ গিলেছে,
কিন্তু সে তা আবার বমি করে দেবে;
ঈশ্বর তার পেট থেকে তা বার করবেন।
16 সে বিষধর সাপের বিষ চুষেবে;
বিষধর সাপের জিভ তাকে মেরে ফেলবে।
17 সে নদীদের দেখে আনন্দ পাবে না
এবং মধু ও মাখনের স্রোত দেখে আনন্দ পাবে না।
18 সে কি জন্য পরিশ্রম করেছে, তাকে ফিরিয়ে দিতে হবে;
সে তা গিলতে পারবে না;
সে তার সম্পত্তির ওপর আনন্দ করতে পারবে না যা সে পেয়েছে।
19 কারণ সে দরিদ্রদের অত্যাচার এবং অবহেলা করেছে;
যে বাড়ি সে বানায়নি সেই বাড়ি সে জোর করে লুট করত।
20 কারণ সে জানত তার নিজের শান্তি নেই,
তার কোন কিছু রক্ষা করার ক্ষমতা থাকবে না যাতে সে আনন্দ পায়।
21 কোন কিছুই বাকি নেই যা সে খেয়ে ফেলেনি;
এই জন্য তার উন্নতি টিকবে না।
22 তার সম্পত্তির আধিক্যের জন্য সে বিপদে পরবে;
যারা দারিদ্রতায় রয়েছে তাদের প্রত্যেকের হাত তার ওপর আসবে।
23 যখন সে প্রায় তার পেট ভরিয়ে ফেলেছে,
তখন ঈশ্বর তাঁর প্রচন্ড ক্রোধ তার ওপরে নিক্ষেপ করবেন;
তার খাবার দিনের ঈশ্বর তা তার ওপর বর্ষাবেন।
24 যদিও সেই ব্যক্তি লোহার অস্ত্র থেকে পালাবে,
কিন্তু পিতলের ধনুক তাকে আঘাত করবে।
25 তীর তার পিঠ ভেদ করবে
এবং বেরিয়ে আসবে; সত্যি,
তীরের চকচকে আগাটা তার যকৃত থেকে বেরিয়ে আসবে;
আতঙ্ক তার ওপরে আসবে।
26 তার সম্পত্তির জন্য সম্পূর্ণ অন্ধকার সঞ্চিত হয়;
বিনা হওয়াতেই আগুন তাকে গ্রাস করবে;
এটা তার তাঁবুতে থাকা বাকি জিনিসগুলি গ্রাস করবে।
27 আকাশ তার অপরাধ প্রকাশ করবে
এবং সাক্ষী হিসাবে পৃথিবী তার বিরুদ্ধে উঠবে।
28 বন্যা তার ঘরের সম্পত্তি নিয়ে উবে যাবে;
ঈশ্বরের ক্রোধের দিনের তার সম্পত্তি ভেসে যাবে।
29 ঈশ্বর থেকে এটাই পাপী মানুষের অংশ,
ঈশ্বরের মাধ্যমে তার জন্য উত্তরাধিকার সঞ্চিত রয়েছে।”

<- ইয়োব 19ইয়োব 21 ->