Link to home pageLanguagesLink to all Bible versions on this site
17
1 আমার আত্মা[a] শেষ হয়েছে
এবং আমার আয়ু শেষ;
আমার কবর আমার জন্য তৈরী।
2 অবশ্যই সেখানে আমার সঙ্গে উপহসকেরা থাকবে;
আমার চোখ সবদিন তাদের প্ররোচনা দেখবে।
3 “এখন একটা অঙ্গীকার কর,
নিজের কাছে আমার জন্য জামিনদার হও;
আর কে আছে যে আমায় সাহায্য করবে?
4 তোমার জন্য, ঈশ্বর,
তাদের হৃদয়কে বুদ্ধি থেকে দূরে রেখেছেন; এই জন্য,
তুমি আমার উপরে তাদের প্রশংসা করবে না।
5 যে ব্যক্তি পুরষ্কারের জন্য নিজের বন্ধুর নিন্দা করে,
তার সন্তানদের চোখ অন্ধ হবে।
6 কিন্তু তিনি আমাকে লোকেদের কাছে লোককথা করেছেন;
তারা আমার মুখে থুতু দেয়।
7 আমার চোখ দুঃখে ক্ষীণ হয়েছে;
আমার শরীরের সমস্ত অংশ ছায়ার মত হয়েছে।
8 সৎ লোক এর দ্বারা স্তব্ধ হয়ে যাবে;
নির্দোষ লোক অধার্মিকদের বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠবে।
9 ধার্মিক লোক নিজের পথে চলবে;
যে ব্যক্তি হাত পরিষ্কার করে সে দিন দিন শক্তিতে বৃদ্ধি পাবে।
10 কিন্তু তোমরা সকলে, এখন এস;
আমি তোমাদের মধ্যে কোন জ্ঞানী মানুষ পাব না।
11 আমার আয়ুর দিন শেষ,
আমার পরিকল্পনা শেষ,
এমনকি আমার হৃদয়ের ইচ্ছা গুলো শেষ।
12 এই লোকেরা, এই উপহসকেরা,
রাতকে দিনের পরিবতন করে;
সেই আলোকে, তারা বলে, তা অন্ধকারের কাছে।
13 যেহেতু আমি পাতালকে আমার ঘর হিসাবে দেখি;
যেহেতু আমি আমার খাট অন্ধকারে পাতি;
14 যেহেতু আমি দুর্নীতিকে বলি,
তুমি আমার বাবা এবং পোকাকে বলি,
তুমি আমার মা, বা আমার বোন;
15 তাহলে আমার আশা কোথায়?
আমার আশার বিষয়ে, কে দেখতে পায়?
16 আশা কি আমার সঙ্গে নিচে পাতালের দরজায় যাবে
যখন আমরা ধূলোয় নামি?”

<- ইয়োব 16ইয়োব 18 ->