Link to home pageLanguagesLink to all Bible versions on this site

1 সূর্য্যের নিচে একটা খারাপ আছে যা আমি দেখেছি এবং এটা মানুষের জন্য ভয়ানক। 2 ঈশ্বর হয়তো কোন মানুষকে ধন, সম্পত্তি এবং সম্মান দেন যাতে সে যা আশা করে নিজের জন্য তার কোন কিছুরই অভাব না থাকে, কিন্তু তারপর ঈশ্বর তাকে তা ভোগ করার ক্ষমতা দেন না। বরং, অন্য কেউ তার জিনিস ভোগ করে। এটা অসার, একটা খারাপ কষ্ট। 3 যদি কোন লোক একশো বাচ্চার পিতা হয় এবং বহু বছর বাঁচে, তাহলে তার জীবনের আয়ু বহু বছর, কিন্তু যদি তার হৃদয় মঙ্গলে তৃপ্ত না হয় এবং তার কবর যদি সম্মানের সঙ্গে না হয়, তাহলে আমি বলি যে সেই লোকের থেকে একটা বাচ্চা যে মরা জন্মেছে ভাল। 4 এমনকি সেই রকম একটি বাচ্চা জন্মেছে অসারতায় এবং চলে গেছে অন্ধকারে এবং এমনকি তার নাম[a] সেখানে থাকবে না। 5 যদিও এই বাচ্চা সূর্যকে দেখেনি অথবা কিছুই জানে না, যদিও এর বিশ্রাম আছে সেই মানুষটার বিশ্রাম নেই। 6 এমনকি যদিও কোন মানুষ দুহাজার বছর বাঁচে কিন্তু ভাল বিষয়ে আনন্দ করতে জানে না, সেও সেই একই জায়গায় যাবে যেমন সবাই যায়।

7 যদিও মানুষের সমস্ত কাজ তার মুখ পরিপূর্ণ করার জন্য,
তবুও তার ক্ষিদে মেটে না।
8 বাস্তবে, বোকা লোকের থেকে জ্ঞানী লোকের কি লাভ?
গরিব লোকের কি সুবিধা থাকে এমনকি
যদিও সে জানে অন্য লোকের
সামনে কিরকম ব্যবহার করতে হয়?
9 অসম্ভবকে পাওয়ার বাসনার চেয়ে
যা কিছু চোখ দেখে তাতে সন্তুষ্ট হওয়া ভাল।
সেটাও আসার এবং বাতাসকে পরিচালনা করার চেষ্টা।
10 যা কিছুর অস্তিত্ব আছে সেগুলোর নাম আগেই দেওয়া হয়েছে
এবং মানবজাতি কিরকম তা ইতিমধ্যেই জানা গেছে।
তাই এটা বেকার তার সঙ্গে তর্ক করা
যিনি সবার পরাক্রমী বিচারক।
11 অনেক কথা যা বলা হয়েছে,
তত বেশি অসারতা বৃদ্ধি পেয়েছে,
তাই কি সুবিধা একজন মানুষের?

12 কারণ কে জানে তার অসারতার দিনের কি ভাল মানুষের জন্য তার জীবনে, তার জীবনের দিন গুলো যার মধ্যে দিয়ে সে ছায়ার মত চলে যায়? কে মানুষকে বলতে পারে তার চলে যাওয়ার পরে কি আসবে সূর্য্যের নিচে?

<- উপদেশক 5উপদেশক 7 ->